Wednesday, April 17, 2013

মুসলিম হাদিস: গর্ব ও অহংকার হারামঃ


[ মুসলিম হাদিস, প্রথম খণ্ড,অধায়ঃ কিতাবুল ঈমান, অনুচ্ছেদঃ৪০ নং ১৭৩ ]
আব্দুল্লাহ্ ইবনিস মাসউদ(রা) থেকে বর্ণিত। নবী ﷺ ( সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ যার অন্তরে অণু পরিমাণ পর্ব অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যাক্তি বললোঃ কোনো ব্যাক্তি এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক এবং জুতা জোড়াও খুব সুন্দর হোক, (তাও কি অহংকার)। তিনি বল্লেনঃ আল্লাহ্‌ সুন্দর, এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে, সত্য ও ন্যায়কে উপেক্ষণ করা এবং
মানুষকে তুচ্ছ মনে করা।
[ মুসলিম হাদিস, প্রথম খণ্ড,অধায়ঃ কিতাবুল ঈমান, অনুচ্ছেদঃ৪০ নং ১৭৩ ]

الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ

For full Arabic text : http://sunnah.com/muslim/1/171

No comments:

Post a Comment