Tuesday, March 26, 2013

Bukhari Hadith Book:2 Belief Hadith: 7

পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)ﷺ - কে ভালবাসা ঈমানের অংশ

আবুল ইয়ামান (র) ... ... ... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ ﷺ (সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ

"সেই পবিত্র সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু'মিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশী প্রিয় হই। "
[ বুখারী হাদিস, প্রথম খণ্ড, ইমান অধ্যায় , হাদিস নং ১৩ ]


حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ "

Narrated Abu Huraira:
Allah's Messenger (sallallahu 'alaihi wa sallam)ﷺ said, "
By Him in Whose Hands my life is, none of you will have faith till he loves me more than his father and his children."

[ Bukhari Hadith, Book 2: Book of Belief, Hadith no:7 ]
[ http://sunnah.com/bukhari/2/7 ]

No comments:

Post a Comment