Monday, April 22, 2013

বুখারী হাদিস : পরিচ্ছেদঃ আল্লাহ্‌ দয়া-মায়াকে একশ’ ভাগে ভাগ করেছেন

[ বুখারী হাদিস, আচার-ব্যবহার অধ্যায়, নবম খণ্ড, পরিচ্ছেদঃ২৪৫১ , হাদিসঃ ৫৫৭৪ ]

হাকাম ইব‌্ন‌ নাফি’ (রা) ... ... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ ( সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -কে বলতে শুনেছিঃ আল্লাহ্‌ রহমতকে একশ ভাগে ভাগ করেছেন। তার মধ্যে নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর পৃথিবীতে একভাগ নাযিল করেছেন। ঐ একভাগের কারণেই সৃষ্টি জগত একে অন্যের উপর দয়া করে। এমনকি ঘোড়া তার বাচ্চার উপর থেকে পা তুলে নেয় এ ভয়ে যে, সে ব্যথা পাবে।

[ বুখারী হাদিস, আচার-ব্যবহার অধায়, নবম খণ্ড, পরিচ্ছদঃ২৪৫১ , হাদিসঃ ৫৫৭৪ ]
(পরিচ্ছেদঃ আল্লাহ্‌ দয়া-মায়াকে একশ’ ভাগে ভাগ করেছেন)


(19)Chapter: Allah divided mercy into one hundred parts:

Narrated Abu Huraira:
I heard Allah's Messenger () saying, Allah divided Mercy into one hundred parts. He kept ninety nine parts with Him and sent down one part to the earth, and because of that, its one single part, His Creations are merciful to each other, so that even the mare lifts up its hoofs away from its baby animal, lest it should trample on it."

[Bukhari Hadith,Vol. 8, Book 73:Good Manners, Hadith 29 ]

No comments:

Post a Comment