Wednesday, April 17, 2013

বুখারী হাদিসঃ ইল্‌ম ও হিকমতের ক্ষেত্রে সমতুল্য হওয়ার আগ্রহ

[ বুখারী হাদিসঃ ইল্‌ম অধ্যায়,প্রথম খণ্ড, নং ৭৩ ]
আব্দুল্লাহ ইব‌্ন মাসঊদ (রা) থেকে বর্ণিত , তিনি বলেন, নবী ﷺ (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
কেবলমাত্র দুটি ব্যাপারেই ঈর্ষা করা যায়;
(১) সে ব্যাক্তির উপর, যাকে আল্লাহ্‌ তা'আলা সম্পদ দিয়েছেন, এরপর তাকে হক পথে অকাতরে ব্যয় করার ক্ষমতা দেন;

(২) সে ব্যাক্তির উপর, যাকে আল্লাহ্‌ তা'আলা হিকমত দান করেছেন, এরপর সে তার সাহায্যে ফায়সালা করে ও তা শিক্ষা দেয়।

لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ الْحِكْمَةَ، فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا

[ বুখারী হাদিসঃ ইল্‌ম অধ্যায়,প্রথম খণ্ড, নং ৭৩ ]
For full Arabic Hadith: http://sunnah.com/bukhari/3/15

No comments:

Post a Comment