Monday, August 12, 2013

Video Tips on How to Controlling Anger by Nouman Ali Khan



Nouman Ali Khan explains how reducing anger is tied to surrendering love for this world, refraining from major sins, and guarding against shamelessness.

Video Link : http://www.youtube.com/watch?v=TTWn8CSM7Vw
http://www.youtube.com/user/QuranWeekly

42.Surat Ash-Shuraá (The Consultation) Verse:36-40

( 36. )So whatever thing you have been given - it is but [for] enjoyment of the worldly life. But what is with Allah is better and more lasting for those who have believed and upon their Lord rely ( 37. ) And those who avoid the major sins and immoralities, and when they are angry, they forgive, ( 38. ) And those who have responded to their lord and established prayer and whose affair is [determined by] consultation among themselves, and from what We have provided them, they spend. ( 39. ) And those who, when tyranny strikes them, they defend themselves, (40. ) And the retribution for an evil act is an evil one like it, but whoever pardons and makes reconciliation - his reward is [due] from Allah . Indeed, He does not like wrongdoers.

http://quran.com/42/36-40

৪২।সূরা আশ-শুরা আয়াতঃ ৩৬-৪০

( ৩৬. )অতএব, তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র। আর আল্লাহর কাছে যা রয়েছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী তাদের জন্যে যারা বিশ্বাস স্থাপন করে ও তাদের পালনকর্তার উপর ভরসা করে। ( ৩৭. )যারা বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে এবং ক্রোধাম্বিত হয়েও ক্ষমা করে,( ৩৮. )যারা তাদের পালনকর্তার আদেশ মান্য করে, নামায কায়েম করে; পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি, তা থেকে ব্যয় করে,( ৩৯. )যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে।( ৪০. )আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই।

No comments:

Post a Comment