Friday, November 15, 2013

Hadith on keeping door closed

বুখারী হাদিস - দরজা বন্ধ করা :

[ বুখারী হাদিস নং ৩০৭২ , অধায়ঃ সৃষ্টির সূচনা , পঞ্চম খণ্ড ]
রাসূলুল্লাহ্ (সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)ﷺ বলেনঃ

"যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে (ঘরে) আটকে রাখবে।কেননা এসময় শয়তানের ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে যাবে তখন তাদেরকে ছেড়ে দিতে পার। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহ্‌র নাম স্মরণ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। "

[http://sunnah.com/bukhari/59/112]

Narrated Jabir bin `Abdullah:

Allah's Messenger (Sallahu Alaih Wasallam) said, "When night falls (or it is evening), keep your children close to you for the devils spread out at that time. But when an hour of the night elapses, you can let them free. Close the doors and mention the Name of Allah, for Satan does not open a closed door."

Reference : Sahih al-Bukhari 3304, In-book reference : Book 59: Beginning of Creation, Chapter 15, Hadith 112

No comments:

Post a Comment